E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার সদরের দুই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যন প্রার্থী

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৬:৩৭:৫৯
মৌলভীবাজার সদরের দুই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যন প্রার্থী

মৌলভীবাজার প্রতিনিধি : শেষ পর্যন্ত দলীয় প্রতিকেই অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬। ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের অধিনে দলীয় প্রতিকে এটি দ্বিতীয় পর্যায়ের নির্বাচন।

প্রথম দফা দলীয় প্রতিকে ২৩৬টি পৌরসভা নিয়ে গেল ৩০ ডিসেম্বর অনুষ্টিত হয় পৌরসভা নির্বাচন, আলোচিত সমালোচিত এ নির্বাচনে বিএনপি নেতৃত্তাধিন ২০ দলীয় জোট অংশ গ্রহন করে অনেকটা চ্যালেঞ্জ হিসেবেই।

তফসিল ঘোষণার পর থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের শত শত নেতা কর্মী হামলা মামলা ব্যাপক ধরপাকরকে উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে টিকে থাকলেও বিভিন্ন পৌরসভাতে জয়ের মালা ছিনিয়ে আনতে পারেনি দল সমর্তিত মেয়র প্রার্থীরা নানা প্রতিকোলতার কারণে। এরই মধ্যে তোড়জোর শুরু হয়ে গিয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ১১ থেকে ১২ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন সে অনুযায়ী আগামী বৃহস্পতিবার প্রথম দফার প্রায় ৪০০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোসনা করতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন যা আগামী মার্চের শেষ প্রান্তে অনুষ্টিত হবে। এই কমিশনের অধিনেই হবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬। মৌলভীবাজার জেলা সদরের ১১ নং মোস্তফাপুর ও ১২ নং গিয়াসনগর ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি নেতৃত্তাধিন ২০ দলীয় জোটের ব্যানারে দলের প্রাথীরা এরই মধ্যে নির্বাচনী মাঠে নেমে পরেছেন। যদিও জেলা সদরের ইউনিয়ন সমূহে আগামী জুনের দিকে নির্বাচন হবার সম্ভাবনা।

তার পরেও জেলা সদরের দুটি ইউনিয়নের প্রধান দু দলের সম্ভাব্য প্রার্থীরা বাড়ি বাড়ি যেয়ে,বিভিন্ন ঘরোয়া বৈঠকে,সামাজিক অনুষ্ঠানাধিতে নিজের অবস্থান যাচাইয়ে বেশ ব্যাস্থ সময় পার করছেন। সরেজমিনে গত কয়েকদিন যাবত জেলা সদরের ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন ও ১২ নং গিয়াসনগর ইউনিয়ন সমূহের বিভিন্ন গ্রাম ঘোরে এমনই দৃশ্য দেখা গেছে। সদরের ১২ নং গিয়াসনগর ইউপিতে আওয়ামীলীগের সমর্তন পাবার আশায় নির্বাচনী মাঠে আছেন অন্তত তিন প্রার্থী, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনরের ছেলে মোঃ জিলা, তিনি আলাপকালে জানিয়েছেন তার বাবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান,তিনি নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের যোগাযোগ অবকাঠামো খাতে অভূতপূর্ব ইন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় বাবার রেখে যাওয়া পথ ধরে তিনি আগামীতে মানুষের পাশে সুখ দুঃখে থাকতে চান।

একই ইউনিয়নে দলের সমর্তন পাবার আসায় নির্বাচন করার জন্য আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী ছুরুক মিয়া, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ও আকবরপুর গ্রামের দুলাল মিয়ার নামও শুনা যাচ্ছে। অন্য দিকে বিএনপি’র মনোনয়ন পাবার আশায় নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্তত চার প্রার্থী তারা হলেন একই ইউনিয়নের ৩ বারের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক জমসেদ মিয়া, সদর থানা বিএনপির যুগ সাধারন সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ গৌসুল হোসেন, তবে গিয়াসনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক লন্ডন প্রবাসী রানু মিয়া জানিয়েছেন দল থেকে তাকে মনোনয়ন না দিলে সে ক্ষেত্রে তিনি শেষ পর্যন্ত সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে থাকবেন এদিকে আওয়ামীলীগ সমর্তক সাবেক চেয়ারম্যান আফতাব মিয়ার ছেলে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম ও নির্বাচনে প্রার্থী।

অন্যদিকে ১১ নং গিয়াসনগর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়নে নির্বাচন করার জন্য আলোচনায় আছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক শেখ রুমেল আহমদ, সাবেক জনপ্রিয় ছাত্র নেতা জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক তাজুল ইসলাম তাজ, তবে তিনি জানিয়েছেন দলীয় মনোনয়ন না পেলে সে ক্ষেত্রে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা। অন্যদিকে বিএনপি’র দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে দিধাভিবক্ত নাসের রহমান গ্রুপ ও খালেদা রব্বানী গ্রুপ থেকে অন্তত ৩ প্রার্থী এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা হলে, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সামপ্রতিক সময়ে মিথ্যা মামলায় কারা নির্যাতিত নেতা সৈয়দ ফয়সল আহমদ, বাহারমর্দান এলাকার ব্যাবসায়ী ও বিএনপি নেতা তোফায়েল আহমদ তুয়েল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান মসুদ।

(এমএকে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test