E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায়  স্বামীর মৃত্যুদন্ড

২০১৬ জুন ২১ ১২:৩১:৩৭
মুক্তাগাছায়  স্বামীর মৃত্যুদন্ড


 ময়মনসিংহ প্রতিনিধি: ২০ জুনময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলার কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর  গ্রামে স্ত্রী রেখা আক্তারকে হত্যার দায়ে স্বামী আশরাফুল ইসলামকে (২৩) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালে ১৮ জানুয়ারি ৫০ হাজার যৌতুক না পেয়ে আশরাফুল ইসলাম গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রী রেখার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ ব্যাপারে রেখার বাবা বিল্লাল হোসেন পরদিন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি আশরাফুল বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
পিপি কবীর উদ্দিন ভূঁইয়া এবং আসামি পক্ষে অ্যাডভোকেট বিশ্বনাথ পাল ও শফিকুল ইসলাম সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বলে আদালত সূত্রে জানা গেছে ।

(এম ডি/বিএইচ২১জুন২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test