E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দোগাছী বধ্যভূমিতে স্মৃতি ফলকের নির্মাণ কাজ শুরু

২০১৬ অক্টোবর ১৪ ১৫:৪৯:৪৮
দোগাছী বধ্যভূমিতে স্মৃতি ফলকের নির্মাণ কাজ শুরু

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার বেলা ১১টায় নওগাঁ শহর সংলগ্ন বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি গ্রামের (ডাঙ্গাপাড়া) পুকুরপাড়ে স্বাধীনতা যুদ্ধের সময় পাকি হানাদারদের হাতে নিহত শহীদদের স্মরণে স্মৃতি ফলকের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা “বেডো” এই স্মৃতি ফলক নির্মাণ কাজের উদ্যোগ গ্রহন করেছে। দোগাছী পশ্চিমপাড়ায় বধ্যভূমিতে বেডোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী এই স্মৃতিফলক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছানুর আল মামুন, সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, এলাকার প্রবীন ব্যক্তিত্ব মোঃ আফজাল হোসেন এবং মহসীন আলী মন্ডল বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ এপ্রিল নওগাঁর দোগাছী পুকুরপাড়ে পিরোজপুর, খিদিরপুর, শিমুলিয়া, ইলশাবড়ি, চন্ডিপুর, সুলতানপুর, ত্রিমোহানীসহ বিভিন্ন গ্রাম থেকে ৬২ জন নিরীহ মানুষকে ধরে এনে এখানে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাদের গণকবর দেন।

শহীদদের মধ্যে পিরোজপুরের আয়চাঁদ টিকাদার, রশিদ তালুকদার, চেরু প্রামানিক, কুড়ান সাহানা, ইউনুছ আলী সাহানা, শামসুর হক এবং খিদিরপুরের আবুল কাশেম, জহির মুন্সি, নছির মুন্সি, গমন মুন্সি, রাজ্জাক সোনার, শমসের মুন্সি, খোয়াজ সরদার, কুশা ঠিকাদার, আয়েজ সরদার, রহমান মৃধা, কামেজ সোনার, কবির সোনার, খুদু সরদার, বেলায়েত হোসেন, হাবিল প্রামানিক, মোকাম্মেল প্রামানিক, জব্বার প্রামানিক, দিলার প্রামানিক, ফুলচাঁদ, রওশন আলী, মেহেল আলী, ময়েজ প্রামানিক, আয়েজ উদ্দিন, আনসার প্রামানিক ও আয়েন উদ্দিন প্রামানিকসহ ৩১ শহীদের নাম জানা গেছে।

(বিএম/এএস/অক্টোবর ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test