E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ধামইরহাট আলতাদীঘি শালবনে কঙ্কাল উদ্ধার

২০১৬ অক্টোবর ১৫ ১৮:০১:৪৮
ধামইরহাট আলতাদীঘি শালবনে কঙ্কাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি শালবনের ভিতর থেকে মানুষের একটি মাথার খুলি, মেরুদন্ড ও শরীরের কিছু হাড়গোর, এবং পায়ের জুতোসহ পরিত্যক্ত পোশাক উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত মাথার খুলি এবং হাড়-গোর দেখে লাশটি বেশ কিছুদিনের আগের বলে ধারনা করছে পুলিশ। কিন্তু হাড়-গোরগুলি মাত্র ৭দিন আগে নিখোঁজ হওয়া ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র সাখাওয়াতের বলে দাবি করছেন তার বাবা আনোয়ার হোসেন। নিখোঁজ সাখাওয়াতের বাবা আনোয়ার হোসেন কঙ্কালের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কাপড়-চোপড় ও পায়ের জুতো দেখে এটিই তার ছেলের লাশ বলে দাবি করেছেন। তবে এটিই যে সাখাওয়াতের লাশ তা ডিএনএ পরীক্ষা ছাড়া পুলিশ শতভাগ নিশ্চিত হতে পারছেনা। তাই উদ্ধারকৃত কঙ্কাল ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে ধামইরহাটের ওসি সিকদার মশিউর রহমান জানিয়েছেন।

জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে উপজেলার হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির স্কুল ছাত্র সাখাওয়াত হোসেন (১১)কে একই গ্রামের আবু মোতালেবের (বুলবুল) ছেলে রবিউল ইসলাম ওরফে অন্তর (১৫) কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । এরপর সে আর বাড়িতে ফিরেনি। ১১ অক্টোবর সাখাওয়াতের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামীকে করে থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক ভাবে অপহরণকারী অন্তরকে ও অন্তরের বাবা আবু মোতালেব বুলবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test